টার্মস ও শর্তাবলী — College Friends
নীচে সাইটের আদর্শ ও ওয়ালেট নীতি দেওয়া আছে।
১. সার্ভিস সংক্ষেপ
এই প্ল্যাটফরম কলেজ-ফ্রেন্ড নেটওয়ার্ক, প্রোফাইল, কার্ড ভিউ ও ইন্টারনাল ওয়ালেট সুবিধা প্রদান করে।
২. রেজিস্ট্রেশন ও লগইন
- রেজিস্ট্রেশন হবে Username/Password ও Google OAuth দিয়ে। Google OAuth হলে ইমেইল যাচাই করার ব্যবস্থা থাকবে।
- অব্যবহৃত বা ভুল তথ্য পেলে অ্যাকাউন্ট রিমুভ/সাসপেন্ড হতে পারে।
৩. ওয়ালেট
- প্রতিটি ব্যবহারকারীর ওয়ালেট থাকবে; অ্যাডমিন ম্যানুয়ালি তাতে অর্থ যোগ করতে পারবে।
- ওয়ালেট থেকে পণ্য/সার্ভিস কেনার সুযোগ থাকবে (তুমি চাইলে সেট আপ করবে)।
- ফ্রড ধরা গেলে ওয়ালেট লক/রিভার্সাল হতে পারে।
৪. প্রাইভেসি & নিরাপত্তা
ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার চেষ্টা করা হবে। তবে প্রয়োজনে আইনি অনুরোধে ডেটা প্রদান করা হতে পারে।
সম্পূর্ণ টার্মস (সংক্ষিপ্ত)
উপরোক্ত বিষয় ছাড়াও কন্টেন্ট পলিসি, অ্যাকাউন্ট সাসপেনশন নীতি, দায়-শর্ত ইত্যাদি প্রযোজ্য থাকবে। বড় সাইট হলে আইনি পরামর্শ নেবো।
Top 4 ধনী ইউজার
যাদের ওয়ালেটে সবচেয়ে বেশি টাকা আছে। Click করে profile view দেখতে পারবে।